কচু শাকের স্বাস্থ কথা
কচুশাকের পরিচিতি
কচু শাক নামটা শুনতেই যেন মনে হয় স্বাধারন কোনো একটা শাক।কিন্ত এটা কোনো স্বাধারন শাক নয়। আজ আমরা কচু শাকের যত গুনাগুণ তা জানব।
কচুশাক আমাদের দেশের একটা সহজ লভ্য শাক,এই শাক আমাদের দেশে সারা বছর পাওয়া যায় এবং সব যায়গায় পাওয়াযায়।।এই শাক পুষ্টি গুনে ভর পুর। , পুষ্টিবিদগন এই শাকের উপকারিতা সমন্ধে আলোচনা করে থাকেন এবং খেতে উৎসাহিত করেন। কচুশাক আয়রনসমৃদ্ধ বলে মানব দেহে এর প্রয়োজনীয়তা অনেক বেশি।
কচুশাকের অজানা তত্ব
কচুশাক খুবই পরিচিত একটা খাবার। আমরা হয়ত অনেকেই জানি না এই শাকের উপকারিতা। সবার পরিচিত এই কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি ও ক্যালসিয়াম, আয়রনসহ অন্যান্য পুষ্টিগুণ যা হয়ত আমাদের অনেকেরই জানা নাই।
কচুশাকের পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রাম সবুজ কচুশাকে থাকে- ৬.৮ গ্রাম শর্করা, ৩.৯ গ্রাম প্রোটিন, ১০ মিলিগ্রাম লৌহ, ০.২২ মিলিগ্রাম ভিটামিন বি-১ (থায়ামিন), ০.২৬ মিলিগ্রাম ভিটামিন বি-২ (রাইবোফ্লেবিন), ১২ মিলিগ্রাম ভিটামিন ‘সি’, ১.৫ গ্রাম স্নেহ বা চর্বি, ২২৭ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৫৬ কিলোক্যালরি খাদ্যশক্তি।
(সংগ্রীহিত)
প্রতি ১০০ গাম কালো কচুশাকে থাকে-
৮.১ গ্রাম শর্করা, ৬.৮ গ্রাম প্রোটিন, ৩৮.৭ মিলিগ্রাম লৌহ, ০.০৬ মিলিগ্রাম ভিটামিন বি-১ (থায়ামিন), ০.৪৫ মিলিগ্রাম ভিটামিন বি-২ (রাইবোফ্লোবিন), ৬৩ মিলিগ্রাম ভিটামিন সি, ২.০ গ্রাম স্নেহ বা চর্বি, ৪৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৭৭ কিলোক্যালরি খাদ্যশক্তি।
(সংগ্রীত)
কচু শাকের উপকারিতাঃ
১. কচুশাকে আছে ভিটামিন এ' যা আমাদের রাতকানা, ছানি পড়াসহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। দৃষ্টিশক্তি বাড়ায়।
২. কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৩. এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, যা প্রানি দেহের বৃদ্ধি ও কোষ গঠনে সহায়তা করে।
৪. ভিটামিনযুক্ত এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে।
৫. এই শাকের আয়রন ও ফোলেট রক্তের হিমুগ্লবিন বাড়ায়। ফলে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত থাকে।
৬. এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও ফসফরাস। আমাদের দাঁত ও শরীরের হাড়ের গঠনে এসব উপাদান অত্যন্ত গুরুত্বপুর্ণ।
৭.চুলের ভংগুরতা ও বন্ধাত্ব দূর করতে সহায়তা করে
৮.আয়োডিনও থাকে
৯.গ্যাস্টিকের রোগীর জন্য ও উপকারি
১০.চিনির পরিমান কম থাকায় ডায়বেটিস রোগীরা ও খেতে পারবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন