রমাদানুল মোবারাক


 মুসলিম উম্মমাহের একটি বিশেষ মাস নাম তার রামাদানুল মোবারাক।অত্যান্ত  বরকতময় একটি মাস।এ মাসে সুবহানাল্লাহ তায়লা শয়তান কে করেন শৃংকল আব্ধ ও আল্লাহর  রহমত বান্দদাদের উপর বারিয়ে দেন।

এ মাসে আমাদের করনিয়

১ঃআমরা যাহারা এখনও নামাজি হইনাই  নামাজ পড়া শুরু করে দেব। কারন নামাজ সকল কারাপ কাজ হতে বান্দাকে বিমুখ রাখে।

২ঃএ মাসের প্রত্যেকটা সিয়াম(রোজা)পালন করার চেস্টা করব।কারন সিয়াম(রোজা) বান্দাকে আত্মসংযমি কররে,আর আত্মসংযম বান্দাকে ধৈর্য্যশিল করে।ধৈর্য্যশিল বান্দাকে আল্লাতায়ালা বেশি পছন্দ করেন।

৩ঃআমরা যারা দুমপান করি এই অভ্যাস ত্যাগ করার চেস্টাকরব।কারণ দুমপান দুমপায়ীর মারাত্বক ক্ষতি করে।যেমন,হ্রিদরোগ,উচ্চ রক্ত চাপ ফুসফুসের বিভিন্ন  জটিল রোগ ইত্যাদি। 

৪ঃযেহিত এটা আত্ব্যত্যগের মাস চেস্টা করব আমাদের সব বাজে অভ্যাস গুলো  ত্যাগ করার।

৫ঃবেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব,যদি কুরআন তেলাওয়াত করতে না পারি তাহলে কুরআন তেলাওয়াত শুনব।


৬ঃবেশি বেশি নফল ইবাদত করব,দান সদকা করব,
ইয়াতিম মিসকিন  কে সহযোগিতা করব।

৭ঃবাবা মায়ের খেদমত করব,প্রতিবেশির হক আদায় করব।
আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।আসসালামুয়ালাইকুম।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঠান্ডা, সর্দি-কাশির উপশমে কী খাবেন

শীতকালের রোগব্যাধি ও প্রতিকার

কচু শাকের স্বাস্থ কথা