রামাদানে কি খাবো?


 



কোন ধরনের খাবার দিয়ে রোজা রাখবো, কোন খাবার বর্জন করবো আজ আপনাদের সাথে এবিষয়ে আলোচনা করবো।

নিয়ম মানি সুস্থ থাকি। 

রোজা বা সিয়াম হচ্ছে মুসলিমদের জন্য অতান্তত্য ন গুরুত্ব পুর্ন একটি রুকন। আমাদের কে রোজা রাখতে হলে সুস্থ থাকতে হবে পাশাপাশি রোজাও রাখতে হবে।


সুষম খাদ্য তালিকা সেহেরির জন্য


১ঃসেহেরিতে প্রতিদিন ১টি সিদ্ধ ডিম রাখবো,


২ঃফল মুল যে কোনো ১টি(কলা,আম,কমলালেবু  ইত্যাদি) 

৩ঃ২টি রুটি  বা ১বাটি ভাত

৪ঃ১গ্লাস কম ননি যুক্ত দুধ  

৫ঃশাক সব্জি  রাখতে হবে

৬ঃপর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে

ইফতারে কি রাখবো

১ঃখেজুর 

২ঃলেবুর সর্বত 

৩ঃস্যুফ 

৪ঃপ্রচুর পরিমাণ পানি


কোন কোন খাবার পরিহার করতে হবে

ভাজা পুড়া, তেল চর্বি, অধিক মসলা যুক্ত খাবার

পেয়াজু,বেগুনি,চপ, ভুনা খিচুরি, বিরিয়ানি,দুমপান  ইত্যাদি।

যারা অসুস্থ তারা কি করবেন

যাদের এসিডিটি আছে তারা

ভাজা পুড়া,অতিরিক্ত চর্বি,তেল,ইত্যাদি  একেবেরেই খাবেন না

তারা প্রতি দিন সেহেরির আধঘন্টা আগে ১টি কেপ্সুল ওমিপ্রাজল ওইফতারের এক থেকে দের ঘন্টা পর একটি কেপ্সুল  খাবেন।

আর যাদের অসুস্থতা বেশি তারা একজন আলেমে দিন এর কাছ থেকে জেনে নিবেন কিভাবে কি করবেন।

তো আজ এ পর্যন্তই 

ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঠান্ডা, সর্দি-কাশির উপশমে কী খাবেন

শীতকালের রোগব্যাধি ও প্রতিকার

কচু শাকের স্বাস্থ কথা