অমিক্রন,ডেল্টাক্রন ও ফ্লুরোনা কি? এতে আমাদের করনীয় ও বর্জনীয়।
শীতের এই সময়টাতে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাংলাদেশেও হঠাৎ করে করোনা সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সময়ে ওমিক্রন, ডেল্টাক্রন, ফ্লুরোনার মতো কিছু নাম শোনা যাচ্ছে। তবে এগুলো করোনার নতুন ভ্যারিয়েন্ট কি না এ নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। করোনার বিভিন্ন ধরন নিয়ে নানা গবেষণা চলমান রয়েছে। অনেকের ধারণা, করোনা দুর্বল হয়ে ওমিক্রনের মাধ্যমেই পৃথিবী থেকে বিদায় নেবে। কিছু গবেষণা বলেছে, ওমিক্রন সংক্রমণ হলে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে। তবে করোনা ভাইরাসের গতিবিধির কথা সঠিক ভাবে বলা খুবই মুশকিল। ওমিক্রন বিজ্ঞানীগন জানিয়েছেন, ওমিক্রন একটি নতুন ভ্যারিয়েন্ট। সাধারণ ফ্লু ও ওমিক্রনের উপসর্গ অনেকটাই এক রকম। নাক দিয়ে পানি পড়া, ঠাণ্ডা লাগা, গলায় ব্যথা, হাঁচি-কাশি হলো সাধারণ ফ্লুর লক্ষণ। তবে ওমিক্রনে আক্রান্ত হলে জ্বর, গলা ব্যথা, শুকনো কফ, জ্বর, সর্দি, শরীরে ব্যথা, খুসখুসে কাশি থেকে শ্বাসতন্ত্রে সংক্রমণ ইত্যাদি উপসর্গ বেশি দেখা দেয়। তবে আশার কথা হলো, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির প্রবণতা অথবা মৃত্যুর ঝুঁকি ডেল...