পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অমিক্রন,ডেল্টাক্রন ও ফ্লুরোনা কি? এতে আমাদের করনীয় ও বর্জনীয়।

ছবি
শীতের এই সময়টাতে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাংলাদেশেও হঠাৎ করে করোনা সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সময়ে ওমিক্রন, ডেল্টাক্রন, ফ্লুরোনার মতো কিছু নাম শোনা যাচ্ছে। তবে এগুলো করোনার নতুন ভ্যারিয়েন্ট কি না এ নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। করোনার বিভিন্ন ধরন নিয়ে নানা গবেষণা চলমান রয়েছে। অনেকের ধারণা, করোনা দুর্বল হয়ে ওমিক্রনের মাধ্যমেই পৃথিবী থেকে বিদায় নেবে। কিছু গবেষণা বলেছে, ওমিক্রন সংক্রমণ হলে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে। তবে করোনা ভাইরাসের গতিবিধির কথা সঠিক ভাবে বলা খুবই  মুশকিল। ওমিক্রন বিজ্ঞানীগন  জানিয়েছেন, ওমিক্রন একটি নতুন ভ্যারিয়েন্ট। সাধারণ ফ্লু ও ওমিক্রনের উপসর্গ অনেকটাই  এক রকম। নাক দিয়ে পানি পড়া, ঠাণ্ডা লাগা, গলায় ব্যথা, হাঁচি-কাশি হলো সাধারণ ফ্লুর লক্ষণ। তবে ওমিক্রনে আক্রান্ত হলে জ্বর, গলা ব্যথা, শুকনো কফ, জ্বর, সর্দি, শরীরে ব্যথা, খুসখুসে কাশি থেকে শ্বাসতন্ত্রে সংক্রমণ ইত্যাদি উপসর্গ বেশি দেখা দেয়। তবে আশার কথা হলো, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির প্রবণতা অথবা মৃত্যুর ঝুঁকি ডেল...

পাইলস এ করনীয় ও প্রতিকার

ছবি
পাইলস এ করনীয় ও প্রতিকার  বর্তমান সময়ে মলদ্বারের বিভিন্ন  রোগের মধ্যে পাইলস হল একটি কমন সমস্যা। যথাসময়ে সঠিক চিকিৎসা না নিলে এই রোগে বড় ক্ষতি হয়ে যেতে পারে। পাইলসের চিকিৎসা নিয়ে রয়েছে নানা কুসংস্কার। অনেকে ভুল চিকিৎসা নিয়ে  মলদ্বারের কার্য্যকারিতা হারাতে বসেন অনেক সময়। তবে সঠিক চিকিৎসায় পাইলস ভালো হয়। পাইলস কিঃ বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে। যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয়। এতে সমস্যা হলে পাইলস বলে। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ এবং প্রদাহ হয়, চাপ পড়ে তখন হেমোরয়েডস বা পাইলসে প্রদাহ হয়। যাকে সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয়। পাইলসের প্রকারভেদঃ হেমোরয়েডস বা অর্শরোগের অবস্থান সাধারণত তিন ধরনের যথা- (১)পায়ুপথের বহিঃঅর্শরোগ (২)পায়ুপথের অন্ত বা ভেতরের অর্শরোগ (৩)আবার কখনও দুই অবস্থা একসঙ্গেও থাকতে পারে। পায়ুপথের ভেতরের অর্শরোগ পাইলস ফুলে মলদ্বারের বাইরে বের হয়ে আসাকে ৪টি পর্যায় ভাগ করা হয়। ১.প্রথম পর্যায়ঃ পাইলস ফুলে বাইরে বের হয়ে আসে না বা প্রলেপস হয় না। ২.দ্বিতীয় পর্যায়ঃ পায়খানার পর পাইলস ফুলে বাইরে ব...