হরমোন জনিত রোগের লক্ষণসমূহ

 

হরমোন জনিত রোগের লক্ষণসমূহ

১.মেয়েদের মুখে অত্যাধিক লোম হওয়া। (Hirsutism)

২.ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাওয়া। (Gynaecomasta)

৩.পুরুষের যৌন দূর্বলতা/পুরুষাঙ্গ শক্ত কম হওয়া (Erectile dysfunction)

৪.হরমোনের কারণে নারী/পুরুষের বাচ্চানিতে সমস্যা হওয়া (Subfertility)

৫.ওজন বেশি বা মুটিয়ে যাওয়া (Obesity)

৬.PCOS (মেয়েদের মাসিক অনিয়মিত, ওজন বেশী মুখে লোম)

৭.অতিরিক্ত ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, ৭ পাতলা পায়খানা হওয়া। (Hyper throidism)

৮.ওজন বেড়ে যাওয়া, মাথার চুল পরে যাওয়া, মাসিকে বেশি রক্ত যাওয়া, বেশি ঘুম পাওয়া, শরীরে ব্যথা-বেদনা। (Hypo thyroidism)

৯.বেশি বেশি প্রস্রাব হওয়া, বেশি ক্ষুধা ৯ লাগা, ওজন কমে যাওয়া। (Diabetes mellitus)

১০.বয়সের তুলনায় ছেলে বাচ্চাদের ১০ পুরুষাঙ্গ ছোট হওয়া (Micropenis)

১১.বয়স অনুযায়ী বাচ্চাদের উচ্চতা কম হওয়া (Short stature) دد

১২.ছেলেদের মেয়েলি ভাব, মেয়েদের ছেলে ভাব (Hermaphrodism)

১৩.হাড় নরম হয়ে যাওয়া/হাড় ক্ষয়(Osteoporosis)

১৪.প্রচন্ড মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা

হওয়া (Pituitary adenoma)

১৫.প্রেসার অত্যাধিক বেড়ে যাওয়া, প্রেসার ১৫ নিয়ন্ত্রণে না আসা, বুক ধফড় করা। (Phechromocytoma)

১৬ হাত পা অত্যাধিক বড় হয়ে যাওয়া। (Acromegaly)

১৭ উচ্চতা অত্যাধিক বেড়ে যাওয়া (Tall stature)

১৮ স্টেরয়েড জাতীয় ঔষধ অনেকদিন খাওয়ার ফলে শরীর ফুলে যাওয়া (Cushing syndrome)

১৯.অতিরিক্ত বমি, প্রেসার কমে যাওয়া, ওজন কমে যাওয়া। (Adrenal insufficiency)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঠান্ডা, সর্দি-কাশির উপশমে কী খাবেন

শীতকালের রোগব্যাধি ও প্রতিকার

কচু শাকের স্বাস্থ কথা